এবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন অপূর্ব

প্রথম নিউজ, ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তৃতীয় বিয়ে করেছেন গত সেপ্টেম্বরে। পাত্রীর নাম শাম্মা দেওয়ান। তিনি একজন যুক্তরাষ্ট্র প্রবাসী। গত ২ সেপ্টেম্বর ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় তাদের বিয়ে।
এরপর অবকাশ কিংবা হানিমুনে যাননি অপূর্ব। ফেরেন কাজে। হাতে থাকা কাজগুলো সম্পন্ন করেন। এবার পাড়ি জমালেন যুক্তরাষ্ট্রে। সেখানে গিয়ে
একটি ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত বুধবার (২২ ডিসেম্বর) রাতের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন অপূর্ব। যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে বেশ কিছুদিন কাটাবেন অভিনেতা। নিউ ইয়ার সেলিব্রেশনও করবেন মার্কিন মুলুকে। এরপর ফেব্রুয়ারিতে দেশে ফিরতে পারেন তিনি।
অপূর্বর স্ত্রী শাম্মা দেওয়ান যুক্তরাষ্ট্রের নাগরিক। বাংলাদেশী বংশোদ্ভূত হলেও তার জন্ম ও বেড়ে ওঠা সেখানে। একটি গাড়ি কোম্পানিতে কর্মরত রয়েছেন তিনি।
দেশের বহু তারকা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন। কেউ কেউ নাগরিকত্ব নিয়ে রেখেছেন। সম্প্রতি ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানও গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন। এবার অপূর্ব পা রাখলেন বাইডেনের দেশে। স্ত্রীর সঙ্গে তিনিও কি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেবেন? প্রশ্নটা অবান্তর নয়।
প্রসঙ্গত, টিভি নাটকে রোম্যান্টিক ঘরানায় অপূর্ব বেতাজ বাদশাহ। বছরের পর বছর ধরে তিনি জনপ্রিয়তা ধরে রেখেছেন। বিশেষ করে ২০১৬ সালে ‘বড় ছেলে’ নাটকের পর তিনি একচেটিয়া প্রভাব বিস্তার করেন। যা এখনো চলমান রয়েছে।
ADVERTISEMENT
উল্লেখ্য, অপূর্ব প্রথম বিয়ে করেছিলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। তবে সেই ঘর এক বছরও টেকেনি। এরপর ২০১১ সালে নাজিয়া হাসান অদিতির সঙ্গে ঘর বাঁধেন। গত বছর এই সংসারে বিবাহবিচ্ছেদ করেন অভিনেতা। এ সংসারে আয়াশ নামের এক পুত্রের জন্ম দিয়েছেন অপূর্ব।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: