শ্রীলঙ্কা সিরিজে সাকিবের ছুটি চাওয়ার গুঞ্জন, যা বললেন পাপন

শ্রীলঙ্কা সিরিজে সাকিবের ছুটি চাওয়ার গুঞ্জন, যা বললেন পাপন

প্রথম নিউজ, ক্রীড়া প্রতিবেদক: আগামী পহেলা মার্চ শেষ হবে চলতি বিপিএলের আসর। আর একই দিনে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। পূর্ণাঙ্গ সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডের পাশাপাশি দুটি টেস্ট ম্যাচও খেলবে দুই দল। সিরিজের কোনো ম্যাচ অবশ্য হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে না।

তবে এসব ছাপিয়ে আলোচনায় সাকিব আল হাসান। কেননা টাইগারদের সব ফরম্যাটের এই অধিনায়ককে শ্রীলঙ্কা সিরিজের টি-টোয়েন্টিতে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। গুঞ্জন রয়েছে, সাকিব নাকি ছুটি চেয়েছেন এই টি-টোয়েন্টি সিরিজ থেকে।

সাকিবের ছুটি চাওয়ার বিষয়ে আজ মঙ্গলবার বিসিবি সভাপতি ও  ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের কাছে জানতে চাওয়া হয়েছিল। জবাবে বিষয়টি স্রেফ উড়িয়েই দিয়েছেন তিনি। মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ' আমি এরকম কোনো কথাই শুনিনি। এরপর জোর দিয়ে আবারও বললেন, এরকম কোনো কথাই শুনিনি।