শ্রীনগরে মাদক ব্যবসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
রোববার বিকাল ৪টার দিকে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, খুলনা : শ্রীনগরে মাদক ব্যবসা নিয়ে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার বিকাল ৪টার দিকে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ১টি মোটরসাইকেল ভাঙচুরসহ ৫ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন বাদল ডাক্তারের বাড়ির ভাড়াটিয়া পলাশ মিস্ত্রির ছেলে সজীব গ্রুপ একই এলাকার জনি গ্রুপের সঙ্গে মাদক ব্যবসার লেনদেন নিয়ে সংঘর্ষ বাধে। ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় সাব-রেজিস্ট্রি অফিসে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় জনি গ্রুপের লোকজন সজীবের মোটরসাইকেল ভাঙচুর করে।
খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে আসলে মাদক ব্যবসায়ীরা সটকে পড়ে। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, সংঘর্ষে ২ গ্রুপের ৫ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় উভয় গ্রুপ মাদকের লেনদেনের বিষয়টি উল্লেখ করে অকথ্য গালিগালাজ করে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়েবীর বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। মাদক ব্যবসায়ীর নাম ঠিকানা পেয়েছি। গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।