রোগী ছাড়ালো সাড়ে ৩ হাজার, মৃত্যু ৮ খুলনা বিভাগে ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি
সংশ্লিষ্টরা বলছেন, ‘মূলত এডিস মশার কামড় এড়িয়ে চলাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়। তাই মশার আবাসস্থল ধ্বংস করে মশার বংশবিস্তার প্রতিরোধ করতে হবে।
প্রথম নিউজ, খুলনা : খুলনা বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। খুলনা বিভাগে একের পর এক ডেঙ্গু রোগী ভর্তিতে রেকর্ড গড়েছে। ফলে বেড সংকট তৈরি হওয়ায় খুমেক হাসপাতালের ফ্লু কর্নারকে ডেঙ্গু ওয়ার্ডে রূপান্তরিত করার উদ্যোগ নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন, ‘মূলত এডিস মশার কামড় এড়িয়ে চলাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়। তাই মশার আবাসস্থল ধ্বংস করে মশার বংশবিস্তার প্রতিরোধ করতে হবে। এজন্য এডিস মশার বংশবিস্তারের উপযোগী বিভিন্ন জায়গায় যেমন- কাপ, টব, টায়ার, ডাবের খোসা, গর্ত, ছাদ ইত্যাদির পাশাপাশি প্রতিটি এলাকায় ডেঙ্গু নিধন কর্মসূচির দিকে একটু বেশি জোর দিতে হবে।’ দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে মোট ৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। মৃত ব্যক্তি হলেন- নড়াইল জেলার লোহাগড়ার ইতনা গ্রামের বাগু সরদারের ছেলে নজির সরদার (৬০)। গত শনিবার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাষ রঞ্জন হালদার জানান, চলতি বছরে খুলনায় সর্বমোট ৫৬৮ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে একজন রোগী মারা গেছেন। ভর্তি হয়েছেন ১১ জন রোগী। বর্তমানে হাসপাতালে ৭২ জন রোগী ভর্তি রয়েছে।