রুনা খান এবার উপস্থাপক
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। নিজেকে সুঅিভনেত্রী প্রমাণ করেছেন আগেই।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। নিজেকে সুঅিভনেত্রী প্রমাণ করেছেন আগেই। যেকোনো চরিত্রে নিজেকে মানিয়ে নিতেও জুড়ি নেই তার। এদিকে গেল বছরে আমূল পরিবর্তন এনেছেন নিজের শারীরিক গঠনেও। সম্প্রতি বদলে যাওয়া এই অভিনেত্রী নতুন গল্পে কাজ শুরু করেছেন। ঈদের ছুটি কাটিয়ে ‘আউটসাইডার’ নামের একটি নাটকের শুটিং শুরু করেছেন তিনি। মেসবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। এতে তার বিপরীতে রয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। এদিকে এ নাটক ছাড়াও আরেকটি পরিচয়ে হাজির হচ্ছেন রুনা খান। অনেক বছর ধরে নাটক, বিজ্ঞাপন ও বিভিন্ন অনুষ্ঠান দিয়ে টিভি’র পর্দার নিয়মিত মুখ হয়ে উঠেছেন তিনি।
তবে টেলিভিশনে এবারই প্রথম রুনা খানকে দেখা যাবে উপস্থাপক হিসেবে। দুরন্ত টিভিতে আগামী ৫ই মে থেকে শুরু হচ্ছে নতুন গেম শো ‘দুরন্ত ফ্যামিলি’। প্রতি শুক্র ও শনিবার বেলা ২টা এবং রাত ৯টায় দেখা যাবে এই শো। ৫২ পর্বের এই শিশুতোষ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন অভিনেত্রী। মোট ১০৪টি পরিবারের নানা গল্প নিয়ে হাজির হবেন তিনি। অভিনয় এবং উপস্থাপনা নিয়ে রুনা খান বলেন, অপূর্ব’র সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই আসলে দুর্দান্ত। অনেকদিন পর তার সঙ্গে কাজ করে ভালো লাগলো। অপরদিকে টেলিভিশন উপস্থাপনায় এটি আমার প্রথম কাজ। আশা করছি দর্শকরা উপভোগ করবেন।