যুবদল নেতা কারান্তরীণ সারফারাজের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সারফারাজের পরিবারের হাতে এই উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
প্রথম নিউজ, ঢাকা: বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশকে ঘিরে নয়াপল্টন থেকে গ্রেপ্তার হওয়া নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সারফারাজের শিশু সন্তান ও পরিবারকে আর্থিক সহায়তা ও উপহার-সামগ্রী প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সারফারাজের পরিবারের হাতে এই উপহার সামগ্রী তুলে দেয়া হয়। যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান এবং সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না তাদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন-যুবদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) কামরুজ্জামান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকন প্রমুখ নেতৃবৃন্দ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews