ফেনী যুবদলের সভাপতি-সম্পাদক আটক
প্রথম নিউজ, ফেনী : ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারসহ ৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে তাদের আটক করা হয়েছে।
আটককৃত অন্যরা হলেন- ফেনী পৌর যুবদল নেতা ফজলুল হক মুন্না এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের গাড়িচালক ইসমাঈল।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এসব তথ্য নিশ্চিত করেছেন।
রাত আড়াইটার দিকে আটককৃতদের ফেনী মডেল থানায় নিয়ে যাওয়া হয়। তবে তাদের কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে এ ব্যাপারে এখনো কিছু জানায়নি র্যাব ও পুলিশ।
এদিকে ফেনী জেলা যুবদলের সভাপতি-সম্পাদক ও পৌর যুবদল নেতাকে গ্রেপ্তারে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম মিল্টন। যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান আকন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে এ প্রতিবাদ জানানো হয়েছে।