ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশ ও ছাত্রলীগের হামলা: গ্রেফতার ২০
গুলি ও টিয়ারগ্যার নিক্ষেপ করে ২০ থেকে ৩০ নেতাকর্মী গ্রেফতার করে পুলিশ
প্রথম নিউজ, ঢাকা: ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল আয়োজিত রুপনগর থানার কর্মীসভায় পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নির্দেশে আনুমানিক সন্ধ্যা ছয়টায় রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু করলে পুলিশ অতর্কিতভাবে হামলা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে গুলি ও টিয়ারগ্যার নিক্ষেপ করে পুলিশ ২০ থেকে ৩০ নেতাকর্মী গ্রেফতার করে।
আজ রবিবার সন্ধ্যায় এই মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে ছিলেন, কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিনউদ্দিন রাজু, যুগ্ম সম্পাদক তবিবুর রহমান সাগর, যুগ্ম সম্পাদক আরিফুল হক আরিফ, যুগ্ম সম্পাদক মাহাবুব মিয়া,এজিএস ইজাজ শাহ,মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক পাভেল শিকদার, পূর্ব ছাত্রদেলর আহ্বায়ক খালিদ হাসান জ্যাকি, উত্তর ছাত্রদলের সদস্য সচিব রুহুল আমিন সোহেল, ডাকসুর সাবেক ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য তরিকুল ইসলাম তারিক, জহুরুল হক হল ছাত্রদলের সভাপতি আবদুল জলিল আমিনুল, ঢাকা কলেজের সদস্য সচিব প্রার্থী মামুনুর রহমান, ঢাকা কলেজের সাবেক সহ সভাপতি মৃধা মোঃমাসুদ, তিতুমীর কলেজের আহ্বায়ক প্রার্থী মাসুদ রানা রিয়াজ, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আতিকুর রাসেল, তেজগাাও কলেজ ছাত্রদল নেতা তোফাজ্জল হোসেনসহ প্রায় তিন শতাধিক ছাত্রদল উপস্থিত ছিলেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: