যুক্তরাজ্যে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের প্রতিবাদ

যুক্তরাজ্যে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের প্রতিবাদ

প্রথম নিউজ, অনলাইন:  ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডেতে’ যুক্তরাজ্যে কর্মরত বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের ব্যানারে লন্ডনে প্রতিবাদসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে গণমাধ্যমের কণ্ঠরোধ ও সাংবাদিক হয়রানি বন্ধের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩ মে) বিকেলে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে যুক্তরাজ্যে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি গণমাধ্যমকর্মী ছাড়াও যুক্তরাজ্যপ্রবাসী মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক মুক্তিযোদ্ধা আবু মূসা হাসানের সভাপতিত্বে এ সভা পরিচালনা করেন সাংবাদিক জুয়েল রাজ ।

প্রতিবাদসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানবাধিকারকর্মী কাউন্সিলর পুষ্পিতা, আব্দুল আহাদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, আহাদ চৌধুরী বাবু, শাহ বেলাল, জামাল খান, এ রহমান ওলী, জুবায়ের আহমদ, সুয়েজ মিয়া, সৈয়দ এনাম, অভিষেক শেখর জিকু, নুরুন্নবী আলী, সোহাগ যাদু, নিশীথ সরকার মিটু, মুন্না মিয়া প্রমুখ।