স্ত্রীর পরকীয়া প্রেমিককে ছুরিকাঘাতে খুন করলো স্বামী

ভারতের মালদায় এক ব্যক্তি তার স্ত্রীর পরকীয়া প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা করেছেন

 স্ত্রীর পরকীয়া প্রেমিককে ছুরিকাঘাতে খুন করলো স্বামী
স্ত্রীর পরকীয়া প্রেমিককে ছুরিকাঘাতে খুন করলো স্বামী-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ভারতের মালদায় এক ব্যক্তি তার স্ত্রীর পরকীয়া প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা করেছেন। এ ঘটনার পর ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, দুই মাস আগে কৃষ্ণপদ সাহার স্ত্রী সাগরিকা সাহাকে নিয়ে পালিয়ে যান গোবিন্দ প্রামাণিক (৩০) নামের এক ব্যক্তি। এই রাগে গোবিন্দ প্রামাণিকের বুকে ছুরি ঢুকিয়ে দেন কৃষ্ণপদ। মঙ্গলবার রাতের এ ঘটনার পর গুরুতর জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষ্ণপদ সাহার সঙ্গে ১৮ বছর আগে সাগরিকা সাহার বিয়ে হয়। তাদের ২ মেয়েও রয়েছে

এ বিষয়ে স্থানীয় হরিশ্চন্দ্রপুর থানার তদন্ত কর্মকর্তা অতুল প্রসাদ মিশ্র জানান, কৃষ্ণপদ নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom