মালিতে আইএসের হামলায় ৩০ বেসামরিক লোক নিহত

মালিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সমর্থিত একটি সশস্ত্র সংগঠনের হামলায় ৩০ জনের মতো বেসামরিক লোক নিহত হয়েছেন

মালিতে আইএসের হামলায় ৩০ বেসামরিক লোক নিহত
মালিতে আইএসের হামলায় ৩০ বেসামরিক লোক নিহত-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : মালিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সমর্থিত একটি সশস্ত্র সংগঠনের হামলায় ৩০ জনের মতো বেসামরিক লোক নিহত হয়েছেন।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহে বুরকিনা ফাসো ও নাইজারের সীমান্তসংলগ্ন মালির একটি সহিংসতাকবলিত শহরে হামলাটি হয়। খবর রয়টার্সের।

গাঁও অঞ্চলের তালাতায়ে শহরের কাছে গত মঙ্গলবার জঙ্গিরা ওই হামলা চালায়। এ এলাকাটি দীর্ঘদিন ধরে জঙ্গি ও সরকারি বাহিনীর মধ্যে সহিংসতার একটি উত্তপ্ত ক্ষেত্র হয়ে আছে।

জঙ্গিরা স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা চালানোর পাশাপাশি দোকানপাট লুট করে ও খাদ্য মজুতে আগুন ধরিয়ে দেয়, এ সময় তাদের তিন যোদ্ধাও নিহত হন। এখন পর্যন্ত কেউ-ই এ হামলার দায় স্বীকার করেনি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom