মার্কিন র‌্যাপার কুলিও মারা গেছেন

গ্র্যামি বিজয়ী সংগীতশিল্পী ও মার্কিন র‌্যাপার কুলিও মারা গেছেন

 মার্কিন র‌্যাপার কুলিও মারা গেছেন
 মার্কিন র‌্যাপার কুলিও মারা গেছেন-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : গ্র্যামি বিজয়ী সংগীতশিল্পী ও মার্কিন র‌্যাপার কুলিও মারা গেছেন। তার আসল নাম ছিল আর্টিস লিওন আইভে জুনিয়র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুলিওর বন্ধু এবং দীর্ঘদিনের ম্যানেজার জারেজ পোসি বলেন, বুধবার বিকেলে লস অ্যাঞ্জেলেসে এক বন্ধুর বাড়ির বাথরুমে কুলিওকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপরই তার মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কোনো কারণ জানাননি তিনি। খবর-এএফপি

কুলিও ৮০’র দশকের শেষের দিকে ক্যালিফোর্নিয়ায় র‌্যাপ ক্যারিয়ার শুরু করেন। কিন্তু ১৯৯৫ সালে যখন তিনি ডেঞ্জারাস মাইন্ডস চলচ্চিত্রের সাউন্ডট্র্যাকের জন্য গ্যাংস্টা’স প্যারাডাইস প্রকাশ করেন তখন বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন।

পরের বছরের গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ট্র্যাকের জন্য তিনি সেরা র‌্যাপ একক পারফরম্যান্সের জন্য পুরস্কার পান।

স্টিভি ওয়ান্ডারের ১৯৭৬ সালের ট্র্যাক পাসটাইম প্যারাডাইস গানটি বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায়। ১৬টি দেশে পপ চার্টে শীর্ষ স্থান দখল করে এ গানটি। এমনকি ১৯৯৫ সালের জন্য বিলবোর্ডের এক নম্বর গানে পরিণত হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom