মামলা চলবে ড. ইউনূসের বিরুদ্ধে

মামলাটি বাতিল প্রশ্নে দেওয়া রুল খারিজ করে এ আদেশ দিয়েছেন হাইকোর্ট।

মামলা চলবে ড. ইউনূসের বিরুদ্ধে
মামলা চলবে ড. ইউনূসের বিরুদ্ধে

প্রথম নিউজ, ঢাকা:  গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলা চলবে। মামলাটি বাতিল প্রশ্নে দেওয়া রুল খারিজ করে এ আদেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার দীর্ঘ শুনানি শেষে বিচারপতি এসএম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। অন্যদিকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। পরে আইনজীবী আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, আদালত রুল ডিসচার্জ করেছেন। আমরা এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাব। গত বছরের ৯ সেপ্টেম্বর ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ঢাকার তৃতীয় শ্রম আদালতে এ মামলা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান।  মামলায় গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করার অভিযোগ আনা হয়।

ড. ইউনূস ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও শাহজাহান। মামলায় বলা হয়, ড. ইউনূসের গ্রামীণ টেলিকম পরিদর্শনে গিয়ে শ্রম আইনের কিছু লঙ্ঘনের প্রমাণ পান কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের কর্মকর্তারা। এর মধ্যে ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তা করা হয়নি। শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি। এ ছাড়া কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের দেওয়ার কথা থাকলেও তা মানা হয়নি। পরে এই মামলা বাতিল চেয়ে ড. ইউনূসের পক্ষে আবেদন করা হয় হাইকোর্টে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom