মিমের স্বামী করোনায় আক্রান্ত, হানিমুন বাতিল
প্রথম নিউজ, ডেস্ক : গত ৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে বিয়ে করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। পাত্রের নাম সনি পোদ্দার। পেশায় ব্যাংকার। তার বাড়ি কুমিল্লায়। বিয়ের তিনদিন পর হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়িতে যান মিম। সেখানে গত শুক্রবার (৭ জানুয়ারি) বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। তাই পরিবার নিয়ে ঢাকা থেকে উড়াল দিয়েছিলেন মিম। এরমধ্যেই মিমের তার স্বামী সনি পোদ্দার করোনায় আক্রান্ত হয়েছেন।
মিম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
মিম বলেন, সনি করোনায় আক্রান্ত। বর্তমানে সে কোয়ারেন্টিনে আছে, সুস্থ আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
১৫ জানুয়ারি স্বামীকে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা ছিল মিমের। কিন্তু করোনার কারণে সে আয়োজনটি স্থগিত করা হয়েছে। মিম বলেন, সনি সুস্থ হলেই নতুন করে আয়োজনের তারিখটি জানিয়ে দেব।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: