মুন্সীগঞ্জ থেকে তিন জঙ্গি আটক
আটক জঙ্গিদের কাছ থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
প্রথম নিউজ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে তিন জঙ্গি আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০। সোমবার ভোর ৬টার দিকে উপজেলার নওপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- জঙ্গি সংগঠনের আমির আনিসুর রহমান, সিরাজ ও মাহফুজুর রহমান ওরফে বিজয়। আটককৃতরা জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়ার আমির ও দুই সদস্য।
আটক জঙ্গিদের কাছ থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানা গেছে, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার একটি বাড়িতে কিছুদিন ধরে জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়া জঙ্গি সংগঠনের সদস্যরা অবস্থান করছিল। এ সময় জঙ্গিরা তাদের মত করে কার্যক্রম চালাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত তিনটার দিকে অভিযান শুরু করা হয়। অভিযানে বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী পুস্তিকা ও নগদ অর্থসহ সংগঠনটির আমীর মো. আনিসুর রহমানসহ তার দুই সদস্যকে আটক করা হয়। এ সময় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও জঙ্গিদের কাছে পাওয়া যায়। বর্তমানে জঙ্গি সংগঠনের সদস্যরা র্যাবের হেফাজত রয়েছে।