মানিকগঞ্জে ডেঙ্গুতে একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৮ 

 মানিকগঞ্জে ডেঙ্গুতে একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৮ 

প্রথম নিউজ, মানিকগঞ্জ : মানিকগঞ্জে প্রতিনিয়তই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১২৮ জন। এ নিয়ে জেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো তিন হাজার ৪৩২ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. আব্দুল লতিফ নামের একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) কর্নেল মালেক মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আব্দুল লতিফ মানিকগঞ্জ সদর উপজেলার শুশুন্ডা গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলার বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করে এই তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৮ জন রোগীর মধ্যে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪০ জন, কর্নেল মালেক মেডিকেলে কলেজ হাসপাতালে ৪৮ জন, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন, সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন ভর্তি হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতাল থেকে ১১০ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সরেজমিনে দেখা গেছে, সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে প্রতিদিনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ভর্তি হচ্ছেন। এর মধ্যে জেলা সদর হাসপাতাল ও কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের বেডে জায়গা না পেয়ে ফ্লোরেও চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু রোগীরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মেঝে কিংবা বেডে যারাই ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন সকল রোগীদের চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসার কোনো ঘাটতি নেই।

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এ কে এম কাজী রাসেল বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ আন্তরিক এবং দায়িত্বশীল। তবে দিন যতই যাচ্ছে ডেঙ্গুর প্রকোপ ততই বাড়ছে। আমাদের হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডেও প্রচুর রোগী ভর্তি আছেন। বেড কম থাকায় মেঝেতেও ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসা দিয়ে যাচ্ছি। তবে ডেঙ্গুর বিষয়ে আমাদের সকলকে আরও সচেতন হতে হবে। বাড়ির আঙিনা ও আশপাশে মশার বিস্তার যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।