মজনুকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপির ৩ দিনের কর্মসূচি

বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুকে গ্রেফতারের প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে মহানগর দক্ষিণ বিএনপি

মজনুকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপির ৩ দিনের কর্মসূচি

প্রথম নিউজ, ঢাকা : বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুকে গ্রেফতারের প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে মহানগর দক্ষিণ বিএনপি। সোমবার (২২ মে) দুপুরে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘কর্মসূচির মধ্যে রয়েছে ২২ ও ২৪ মে থানা এবং ওয়ার্ড পর্যায়ে বিক্ষোভ মিছিল। এছাড়াও রয়েছে ২৭ মে দুপুর ২টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশ।’


দলের পক্ষ বলা হয়েছে, সোমবার মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র নেতাদের বৈঠকে এই কর্মসূচি গ্রহণ করা হয়।


সোমবার নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘রবিবার (২১ মে) রাতে রফিকুল আলম মজনুকে নিজ বাসভবন থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। কিন্তু তাকে আটকের কথা এখনও পর্যন্ত স্বীকার করছে না পুলিশ। তার কোনও হদিস দিচ্ছে না। অথচ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সবার সামনে মজনুকে তুলে নিয়ে গেছে। তাকে ডিবি কার্যালয়েই রাখা হয়েছে, কিন্তু তারা এখনও স্বীকার করছে না।’

রিজভী বলেন, ‘এ ঘটনায় মজনুর পরিবার ও বিএনপি নেতাকর্মীরা শঙ্কিত। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং-৪৫২৩/২০২১ এর আদেশ এখনও বলবৎ রয়েছে। ওই আদেশে কোনও উপযুক্ত আদালতের গ্রেফতারি পরোয়ানা ছাড়া রফিকুল আলম মজনুকে গ্রেফতার বা হয়রানি না করতে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। এই নির্দেশনাও রয়েছে যেন সুনির্দিষ্ট মামলা ছাড়া পেন্ডিং মামলায়ও তাকে গ্রেফতার দেখানো না হয়।’