তুরাগে ভাসছিল যুবকের মরদেহ

সাভারের তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

তুরাগে ভাসছিল যুবকের মরদেহ

প্রথম নিউজ, সাভার : সাভারের তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ মে) দুপুরে ভাকুর্তার শ্যামলাসী কলাতিয়া এলাকায় তুরাগ নদ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে রশি দিয়ে পেঁচানো এক যুবকের মরদেহ ভাসতে দেখতে পান তারা। পরে বিষয়টি পুলিশকে জানালে বছিলা নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।


ভাকুর্তা পুলিশ ফাঁড়ির এসআই আসওয়াদুর রহমান বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবককে অন্য কোথাও হত্যার পর মরদেহ এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।


নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।