মুক্তিযোদ্ধাকে হত্যা, ওসি ও দুই পুলিশ সদস্যসহ ৪ জনের যাবজ্জীবন
প্রথম নিউজ, জামালপুর : জামালপুরে বীর মুক্তিযোদ্ধা ও সেনাসদস্য আব্দুল বারীকে পিটিয়ে হত্যার দায়ে রেলওয়ে থানার ওসি ও দুই পুলিশ সদস্যসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে জামালপুর বিশেষ আদালতের বিচারক মুহাম্মদ আবু তাহের এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জামালপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌরচন্দ্র মজুমদার, সহকারী উপপরিদর্শক (এএসআই) সোরহাব আলী, কনস্টেবল তপন বড়ুয়া, জামালপুর রেলওয়ের টিসি আনিছুর রহমান।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১১ জুলাই জামালপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে বীর মুক্তিযোদ্ধা ও সেনাসদস্য আব্দুল বারীকে পিটিয়ে গুরুতর আহত করেন ওসিসহ পুলিশ সদস্যরা। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।