জেলের জালে ধরা পড়ল ১০ মণের শাপলা পাতা
ছয় হাজার ৪০০ টাকা মণ দরে ৬৪ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়েছে।
প্রথম নিউজ, বাগেরহাট: বঙ্গোপসাগরের দুবলার চরে জেলের জালে ১০ মণ ওজনের একটি শাপলা পাতা মাছ ধরা পড়েছে। ছয় হাজার ৪০০ টাকা মণ দরে ৬৪ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়েছে।
আজ সোমবার ভোরে জেলে কুতুব আলীর জালে মাছটি ধরা পড়ে। পরে মোংলা বাজারে আনা হলে মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।
১০ মণ ওজনের ওই মাছটি মোংলার প্রধান মৎস্য বাজারের রাইজিং ফিসের মালিক দীন ইসলাম ৬ হাজার ৪০০ টাকা মণ দরে কিনে নেন। এতে মাছটির দাম পড়ে ৬৪ হাজার টাকা। পরে এ মাছ ভাগ করে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয় বলে জানান মোংলা মৎস্য সমিতির সাধারণ সম্পাদক মো. হালিম।
মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, শাপলা পাতা মাছ সাধারণত সমুদ্র এলাকায় পাওয়া যায়। তবে অভ্যন্তরীণ নদীতেও কালেভদ্রে পাওয়া যায়। এ মাছ খেতে খুব সুস্বাদু। তবে এসব বড় মাছগুলোর জন্য অভয়াশ্রম করা গেলে সেগুলো নদীতে সহজে বংশ বিস্তার করতে পারত।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: