ভক্তদের ‘পাত্তা’ না দেয়ার অভিযোগ কারিনার বিরুদ্ধে

ভক্তদের ‘পাত্তা’ না দেয়ার অভিযোগ কারিনার বিরুদ্ধে

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম নামজাদা নায়িকা তিনি। নব্বইয়ের দশক থেকে রুপালি পর্দায় রাজ করছেন অভিনেত্রী কারিনা কাপুর খান। নায়িকার অনুরাগীর সংখ্যাও বিশেষ কম নয়। তাকে এক ঝলক দেখতে পাওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে থাকেন তারা। তার সঙ্গে একটা ছবি তোলার জন্য গাড়ির পিছনে দৌড়াতেও কসুর করেন না অনুরাগীরা। অনুরাগীদের প্রতি কতটা যত্নশীল তারকা? তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে এই প্রশ্ন ঘিরে জল্পনা আরও বেড়েছে। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি বলেন, আমি এক বার লন্ডন থেকে দেশে ফিরছিলাম। ওই বিমানে আমার পাশের আসনেই বসেছিলেন কারিনা কাপুর। অনেক অনুরাগীই তার কাছে এসে হাই-হ্যালো বলছিলেন।

কিন্তু কারিনা যেন তাতেও বিরক্ত হচ্ছিলেন। কাউকে কোনও উত্তরই দেওয়ার প্রয়োজন বোধ করেননি তিনি। আমি এমন ব্যবহার দেখে একটু অবাকই হয়েছিলাম। আমার কাছেও কয়েক জন যাত্রী এসেছিলেন, আমি সবার সঙ্গেই কথা বলেছিলাম। অনুরাগীরা এটুকুই তো আশা করেন তারকাদের কাছে। কারিনাকে নিয়ে এমন সমালোচনা এই প্রথম নয়। ‘দাম্ভিক’ বলে নামডাক আছে কাপুর-কন্যার। এর আগেও একাধিক বার অনুরাগীদের পাত্তা না দেওয়ার ঘটনায় নাম জড়িয়েছে তার। কোনও অনুষ্ঠানে এই বিষয়ে কারিনাকে প্রশ্ন করা হলে তিনি জানান, তারকা বলেই যে তারও ব্যক্তিগত পরিসরে যে কারও প্রবেশাধিকার রয়েছে— তা তিনি মনে করেন না। পেশাগত দায়বদ্ধতা ছাড়া নিজের পরিবারের সঙ্গেই সময় কাটাতে পছন্দ করেন কারিনা।