বিয়ে পাগল ‘ভার্জিন’ কার্তিক, কী করবেন কিয়ারা?

বিয়ে পাগল ‘ভার্জিন’ কার্তিক, কী করবেন কিয়ারা?

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: নিজেকে ‘ভার্জিন’ বলে দাবি করলেন কার্তিক আরিয়ান। বাস্তবে নয় সিনেমায়। ‘সত্য প্রেম কি কথা’ ছবিতেই কিয়ারা আদভানির প্রেমে পড়েছেন তারকা। হয়ে উঠেছেন বিয়ে পাগল। সমীর বিদ্যাংশ পরিচালিত ছবির টিজার আগেই প্রকাশ্যে এসেছিল। এবার প্রকাশিত হলো ট্রেলার।

ছবিতে সত্যপ্রেমের চরিত্রে অভিনয় করেছেন কার্তিক। কিয়ারা হয়েছেন কথা কিষান কাপাডিয়া। গুজরাটি পরিবারের ছেলে সত্যপ্রেম বিয়ে করার স্বপ্ন দেখে। কিন্তু পাত্রী কিছুতেই পায় না। এমন পরিস্থিতিতেই তার জীবনে আসে কথা। প্রথম দেখাতেই কথার প্রেমে পড়ে যায় সত্যপ্রেম। কিন্তু এই প্রেমের জন্য তাকে কী মূল্য দিতে হবে? এই প্রশ্নেরই উত্তর মিলবে সিনেমায়।

এর আগে ‘ভুলভুলাইয়া ২’ ছবিতে দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও মন জয় করেছিল কিয়ারা আদভানি ও কার্তিক আরিয়ানের জুটি। সেই পুরোনো ম্যাজিককে ফিরছে রোম্যান্টিক এই মিউজিক্যালে। ছবিতে কার্তিকের মা ও বাবার চরিত্রে অভিনয় করেছেন গজরাজ রাও ও সুপ্রিয়া পাঠক। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাজপাল যাদব, শিখা তালসানিয়া।

গত বছরের সেপ্টেম্বর মাসে ছবির শ্যুটিং শুরু হয়েছিল। চলতি বছরের এপ্রিল মাসে শেষ হয় কাজ। গুজরাটের পাশাপাশি কাশ্মীরেও হয়েছে ‘সত্য প্রেম কি কথা’র শুটিং। প্রথমে মে মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে এখন মুক্তির তারিখ ২৯ জুন।