বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
দিনাজপুর সদর উপজেলায় ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন
প্রথম নিউজ, দিনাজপুর : দিনাজপুর সদর উপজেলায় ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার চুনিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতারা হলেন- দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার এলোয়ারী ইউনিয়নের ভূমি অফিসের তহসিলদার বাবলু হোসেন (৫৫) ও কম্পিউটার অপারেটর সোহান ইসলাম (২৮)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
স্থানীয়রা জানান, দিনাজপুরের ফুলবাড়ী মহাসড়কে দ্রুত গতির বিসমিল্লাহ পরিবাহন নামে একটি যাত্রীবাহী বাস দিনাজপুর থেকে ফুলবাড়ীর দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে মোটরসাইকেলযোগে দুজন এলোয়ারী ভূমি অফিসের দিকে যাচ্ছিল। এ সময় চুনিয়াপাড়া এলাকায় পৌঁছালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।
দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।