বিশ্ব ‘শান্তির অভাবে ধুঁকছে’: পোপ ফ্রান্সিস

ক্রিসমাসের বার্তায় ইউক্রেনে যুদ্ধ এবং অন্যান্য সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে একথা বলেন পোপ ফ্রান্সিস। তিনি মানুষকে এই সময় ছুটির বাইরের জগতে নজর রাখতে বলেন।

বিশ্ব ‘শান্তির অভাবে ধুঁকছে’: পোপ ফ্রান্সিস
বিশ্ব ‘শান্তির অভাবে ধুঁকছে’: পোপ ফ্রান্সিস

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: বিশ্ব ‘শান্তির অভাবে ধুঁকছে’।  ক্রিসমাসের বার্তায় ইউক্রেনে যুদ্ধ এবং অন্যান্য সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে একথা বলেন পোপ ফ্রান্সিস। তিনি মানুষকে এই সময় ছুটির বাইরের জগতে নজর রাখতে বলেন।  গৃহহীন, অভিবাসী, উদ্বাস্তু এবং দরিদ্রদের  সাহায্য করার আহ্বান জানান। তাদের  কাছে খাবার পৌঁছে দেবার অনুরোধ করেন তিনি। সেন্ট পিটার ব্যাসিলিকার কেন্দ্রীয় ব্যালকনি থেকে কথা বলতে গিয়ে পোপ বলেছিলেন, আসুন আমরা সেই সমস্ত শিশুদের মুখ দেখি যারা বিশ্বের সর্বত্র শান্তির আকাঙ্ক্ষা করছে। আসুন আমরা আমাদের ইউক্রেনীয় ভাই ও বোনদের মুখও দেখি যারা দশ মাস যুদ্ধের কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞের কারণে তাদের বাড়ি থেকে দূরে অন্ধকার এবং ঠান্ডায়  এবারের বড়দিন কাটাচ্ছে।  ইউক্রেনজুড়ে বিমান হামলার কয়েক ঘণ্টা পরেই নিজের বক্তব্য রাখেন পোপ ফ্রান্সিস। কিইভ জানিয়েছে যে,  সম্প্রতি মুক্ত হওয়া খেরসন শহরে রাশিয়ার হামলায় শনিবার কমপক্ষে পাঁচজন নিহত এবং আরও ৩৫ জন আহত হওয়ার একদিন পরে রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এই  নির্মম হত্যাকাণ্ডের নিন্দা করেছিলেন। এর প্রেক্ষিতে পোপ ফ্রান্সিস বলেছেন, যারা কষ্ট পাচ্ছে তাদের সাহায্য করার জন্য প্রভু আমাদের সংহতির সুনির্দিষ্ট পথে অনুপ্রাণিত করুন এবং তিনি তাদের মনকে আলোকিত করুন যারা অস্ত্রের বজ্রকে নীরব করার এবং এই বুদ্ধিহীন যুদ্ধের অবিলম্বে সমাপ্তি ঘটাতে পারে!

ইউক্রেনের পাশাপাশি  সিরিয়া, মিয়ানমার, ইরান, হাইতি এবং আফ্রিকার সাহেল অঞ্চলের  অন্যান্য সংঘাত বা মানবিক সংকটের কারণে যাদের জীবন ধ্বংস হয়ে গেছে তাদের জন্যও  উদ্বেগ প্রকাশ করেছেন পোপ। তার মতে এই সময়ে গোটা বিশ্বে শান্তির বড়ো প্রয়োজন। পোপ ফ্রান্সিস যিশুর জন্মস্থান পবিত্র ভূমিতে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে সংলাপ পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন। এই বছর ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে খারাপ মাত্রার সহিংসতা দেখা গেছে, কমপক্ষে ১৫০ ফিলিস্তিনি এবং ২০ জনেরও বেশি ইসরায়েলি নিহত হয়েছে। প্রতিদিন প্রচুর পরিমাণে খাবার নষ্ট হচ্ছে এবং অস্ত্রের জন্য সম্পদ ব্যয় করা হচ্ছে। আর একদল টেবিলের চারপাশে বসে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করেন পোপ। তিনি আবারও যুদ্ধের অস্ত্র হিসেবে খাদ্য ব্যবহারের নিন্দা করে বলেন, আফগানিস্তান এবং আফ্রিকার দেশগুলোর মতো ইউক্রেনের যুদ্ধ লক্ষ লক্ষ মানুষকে দুর্ভিক্ষের ঝুঁকিতে ফেলেছে ।

সূত্র : দ্য হিন্দু

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom