শাহবাগে প্রকৌশলীকে লাঞ্ছিত করা ব্যক্তি কৃষক লীগ নেতা

শাহবাগে প্রকৌশলীকে লাঞ্ছিত করা ব্যক্তি কৃষক লীগ নেতা
শাহবাগে প্রকৌশলীকে লাঞ্ছিত করা ব্যক্তি কৃষক লীগ নেতা

প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে দলের প্রচারপত্র বিতরণকালে প্রবীণ প্রকৌশলী ম ইনামুল হককে লাঞ্ছিত করা ব্যক্তির পরিচয় মিলেছে। তার নাম বানি আমিন। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের কৃষক লীগের সভাপতি। বাড়ি ওই ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে। বিএনপি সরকারের আমলে বানি আমিন কৃষক হত্যা মামলার আসামি হন। পরে তিনি সেই মামলা থেকে বেকসুর খালাস পান। জানা গেছে, গত শনিবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রকৌশলী ম ইনামুল হক নিজ দলের পক্ষে প্রচারপত্র বিতরণ করছিলেন। এসময় ইনামুল হককে আকস্মিক থাপ্পড় মারেন এক ব্যক্তি। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে।

এ বিষয়ে বানি আমিন গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগের কাউন্সিলের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা গিয়েছিলেন। জাদুঘরের সামনে এক ব্যক্তি আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে বিষোদগার করছিলেন দেখে রাগে তিনি তাকে লাঞ্ছিত করেন। বিষয়টি নিয়ে তিনি এখন লজ্জিত।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom