বিশ্বকাপের জন্য দুই সপ্তাহ সময় পাচ্ছেন উইলিয়ামসন

বিশ্বকাপের জন্য দুই সপ্তাহ সময় পাচ্ছেন উইলিয়ামসন

প্রথম নিউজ, ডেস্ক : দলে ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ কেন উইলিয়ামসনকে পেতে সব চেষ্টা করছে নিউ জিল্যান্ড। প্রাণভোমরা নিজের ফিটনেস প্রমাণ করতে আরও দুই সপ্তাহ সময় পাচ্ছেন। সোমবার এমন তথ্য জানিয়েছেন, কিউই দলের কোচ গ্যারি স্টিড।
Stay

আইপিএলে গুজরাট টাইটান্সে খেলতে গেলে ডান হাঁটুর ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে গেছে কিউই তারকার। এপ্রিলের সেই চোটের পর ৩৩ বছর বয়সী সুস্থ হয়ে ওঠার পথে বেশ ভালো উন্নতি করেছেন। ব্যাটিং অনুশীলন করেছেন নেটে। কিন্তু বিশ্বকাপের দল বেছে নিতে দুই সপ্তাহ সময় নিবে নিউ জিল্যান্ড। এই সময়ের মধ্যেই উইলিয়ামসনকে ফিটনেস প্রমাণ করতে হবে। স্টিড বলেছেন, ‘দল ঘোষণার জন্য আমাদের দুই সপ্তাহ সময় আছে। সময়ের সর্বোচ্চ প্রয়োগে আমরা কেনকে সব সুযোগই দিতে চাই। এখন সে রিহ্যাবে আছে, নেটে অনুশীলন করছে। যা আমাদের জন্য দারুণ ব্যাপার।’

উইলিয়ামসনের উন্নতিতে সন্তুষ্ট স্টিড। কিন্তু পুরোপুরি ফিট হতে আরও কাজ বাকি বলে মনে করেন তিনি, ‘ওর উন্নতি অনেক ভালো। কিন্তু যে অবস্থায় আমরা তাকে পেতে চাই, তার জন্য অনেক কাজ করতে হবে।’