উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে: প্রতিমন্ত্রী
আগামীতেও এ উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে। ’
প্রথম নিউজ, নেত্রকোনা: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, ‘শিক্ষা ব্যবস্থাসহ সব ক্ষেত্রে সার্বিক উন্নয়ন করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে একযোগে কাজ করতে হবে। বর্তমান সরকারের সময়ে শিক্ষাখাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।
আগামীতেও এ উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে। ’
সোমবার (২৮ আগস্ট) সকালে নেত্রকোনা সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া তাবাসসুম, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গফুরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।