বাংলাবান্ধা স্থলবন্দর দুই দিন বন্ধ
আজ সোমবার (২৪ অক্টোবর) সকালে বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম নিউজ, পঞ্চগড়: কালীপূজা উপলক্ষে দুদিন বন্ধ থাকছে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধার আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
আজ সোমবার (২৪ অক্টোবর) সকালে বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কালীপূজা উপলক্ষে ফুলবাড়ি এক্সপোর্টার অ্যান্ড ইম্পোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ফুলবাড়ি ২ বর্ডার লোকাল ট্রাক অনার্স ওয়েলফেয়ার সিদ্ধান্ত নিয়ে আমাদের চিঠি দিয়ে জানায়। দুই দেশের সমন্বিত সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছি। আগামী বুধবার সকাল থেকে বন্দরের কার্যক্রম চলবে।
বন্দর সংশ্লিষ্টরা জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমস ও বন্দরে কার্যক্রম অব্যাহত থাকবে। বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, কালীপূজা উপলক্ষে দুদিনের জন্য স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনে লোক পারাপার স্বাভাবিক থাকবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews