বাংলাদেশের ৪১টি সিনেমা হলে মুক্তি পেল ‘পাঠান’

এ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত বাংলাদেশের শাহরুখ ভক্তরা। অনেকদিন পর বাংলাদেশের সিনেমা হলে হিন্দি ছবি মুক্তি পাওয়ায় হিন্দি ছবির ভক্তরাও বেজায় খুশি।

বাংলাদেশের ৪১টি সিনেমা হলে মুক্তি পেল ‘পাঠান’

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: গতকাল বাংলাদেশের ৪১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত স্পাই থ্রিলারধর্মী ছবি ‘পাঠান’। এ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত বাংলাদেশের শাহরুখ ভক্তরা। অনেকদিন পর বাংলাদেশের সিনেমা হলে হিন্দি ছবি মুক্তি পাওয়ায় হিন্দি ছবির ভক্তরাও বেজায় খুশি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বিষয়টি এভাবেই তুলে ধরা হয়েছে- অনেক প্রতীক্ষার পর অবশেষে শুক্রবার ওপার বাংলায় (বাংলাদেশে) মুক্তি পেয়েছে ‘পাঠান’। সুদীর্ঘ আট বছর পর কোনও হিন্দি ছবি চলছে সেদেশের সিনেমা হলে। এর (বাংলাদেশের) ৫২ বছরের ইতিহাসে ‘পাঠান’-এর আগে মাত্র তিনটি হিন্দি ছবি মুক্তি পেয়েছে বাংলাদেশে। তবে ২০১৫-র পর হিন্দি ছবির দরজা পুরোপুরিভাবে বন্ধ ছিল বাংলাদেশের জন্য। কাঁটাতারের ওপারে শাহরুখ ভক্তের সংখ্যা অগুণতি। এতদিন বাদশার সিনেমা হলে দেখতে কলকাতা ছুটে আসত অনেকেই। দেশের হলে বসে ‘পাঠান’ দেখবার সুযোগ হাতছাড়া করতে না-রাজ কেউই। শুক্রবার সকাল থেকেই বাংলাদেশের হলগুলোতে শাহরুখ ভক্তদের উপচে পড়া ভীড়।

বাংলাদেশের মোট ৪১টি প্রেক্ষাগৃহে পাঠান মুক্তি পেয়েছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়- সারাদিনে সব মিলিয়ে মোট ২০৬টি করে শো চলবে ‘পাঠান’-এর। গত ৪ঠা মে সেন্সর সার্টিফিকেট পেয়েছিল শাহরুখ, দীপিকা, জন অভিনীত ‘পাঠান’। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবির কোনও দৃশ্যে কাঁচি চালায়নি বোর্ড। কিন্তু দেশের ছবি যাতে ক্ষতিগ্রস্ত না হয় তাই এক সপ্তাহ ‘পাঠান’-এর মুক্তি পিছিয়ে দিয়েছিলেন সেদেশে ‘পাঠান’ এর ডিস্ট্রিবিউটার অনন্য মামুন। বাংলাদেশে এই ছবি ঘিরে যে উন্মাদনা চোখে পড়ছে তার টুকরো ঝলক সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন অনন্য মামুন। আমদানিকারক স্পষ্ট জানান, দেশের ৪১টি হলেই পাঠান হাউসফুল। চারিদিকে টিকিটের হাহাকার। ছবি ঘিরে এত ভালো প্রতিক্রিয়া মিলবে এমনটা আশা করেননি ছবির পরিবেশক অনন্য মামুন। যে ভিডিও তিনি শেয়ার করেছেন সেখানে দেখা গেলো, ‘ঝুমে জো পাঠান’ (পাঠান ছবির গান) গানের তালে পা মিলিয়ে নাচছে গোটা হলের দর্শক।

অনেক দর্শক একদিকে যেমন উচ্ছ্বসিত, তেমনই ‘পাঠান’-এর মুক্তি ঘিরে বাংলাদেশে বিতর্কও তৈরি হয়েছে জানিয়ে হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়- ঢালিউডের অনেকেই প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন সে দেশে হিন্দি ছবি দেখানোর। এতে বাংলাদেশি সিনেমা ক্ষতিগ্রস্ত হবে বলে মত তাদের। যদিও সব বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে সেদেশের হলে চলছে পাঠান। সাফটা (সার্ক চুক্তি ভুক্ত দেশগুলোর মুক্ত বাণিজ্য চু‌ক্তি) চুক্তির আওতায় পাঠান আমদানির শর্ত হিসেবে ভারতে মুক্তি পাবে শাকিব খানের ‘পাংকু জামাই’।