বিচ্ছেদের গুঞ্জন অস্বীকার শিল্পার

প্রথম নিউজ, ডেস্ক : বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সম্প্রতি তার স্বামী রাজ কুন্দ্রা পর্নোকাণ্ডে মামলায় আলাদা হয়ে যাবেন। এমনই গুঞ্জনে মুখর ছিল বলিউডে। এবার সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন শিল্পা স্বয়ং। ১২তম বিবাহবার্ষিকীতে অভিনেত্রী খোলা চিঠি লিখেছেন তার স্বামীকে।
চিঠিতে লেখেন, এই মুহূর্তে আজ থেকে ১২ বছর আগে আমরা একে অপরকে একটা কথা দিয়েছিলাম। ভালো সময়ে সঙ্গে থাকার, কঠিন সময়ে পাশে থাকার, ভালোবাসায় ভরসা রাখার প্রতিশ্রুতি দিয়েছিলাম। ঈশ্বরের প্রতি আস্থা রেখেছিলাম।
১২ বছর কেটে গেছে। আর দিন গুনছি না। শুভবিবাহবার্ষিকী, কুকি। এই লেখার সঙ্গেই বিয়ের একাধিক ছবির কোলাজজুড়ে দিয়েছেন শিল্পা। ইনস্টাগ্রামের ওয়ালে সাজিয়ে রাখলেন তাদের আজীবন ভালোবাসার গল্প। পর্নোকাণ্ডে জামিন পাওয়ার পর নিজেকে চার দেওয়ালের ঘেরাটোপে রেখেছিলেন রাজ। দিন কয়েক আগেই জনসমক্ষে এসেছেন তিনি। সঙ্গে ছিলেন শিল্পা।
ধর্মশালার একটি মন্দিরে একসঙ্গে গেছিলেন তারা। রাজের হাতে হাত রেখেই সংবাদমাধ্যমের সামনে এসেছিলেন শিল্পা। রঙ মিলিয়ে দু’জনেই পরেছিলেন হলুদ পোশাক। বিতর্ক-সমালোচনা-কটাক্ষ সামলেই একে অপরের সঙ্গে দিন যাপন তাদের।
মনোমালিন্যের মেঘ সরিয়ে নিজেদের মতো করে খুশি রাজ-শিল্পা। সে কথাই যেন আরও একবার স্পষ্ট হয়ে গেল।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: