বাংলাদেশকে হেসেখেলে হারাল আয়ারল্যান্ড
স্বাগতিকদের ব্যাটিং দেখে উইকেট কঠিন মনে হলেও আয়ারল্যান্ড লক্ষ্যটাকে সহজ বানিয়ে নিয়েছে। ৩৬ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পেয়েছে আয়ারল্যান্ড।

প্রথম নিউজ, খেলা ডেস্ক: প্রথমে ব্যাট করতে নেমে ১২৪ রানে থেমেই ম্যাচের মীমাংসা করে ফেলেছে বাংলাদেশ। স্বাগতিকদের ব্যাটিং দেখে উইকেট কঠিন মনে হলেও আয়ারল্যান্ড লক্ষ্যটাকে সহজ বানিয়ে নিয়েছে। ৩৬ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পেয়েছে আয়ারল্যান্ড। প্রথম দুই ম্যাচে পাত্তা না পাওয়া আয়ারল্যান্ড দাপুটে জয়ে ধবলধোলাই এড়াল। ৪১ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশকে ১০০ পার করিয়েছেন শামীম হোসেন। তার প্রথম ফিফটিতে বাংলাদেশ ১২৪ রান পেয়েছিল।
রান তাড়ায় ১৭ রানে রস এডেয়ারকে হারায় আয়ারল্যান্ড। পাওয়ার প্লের মধ্যে লরকার টাকারকেও তুলে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু অন্য প্রান্তে অধিনায়ক পল স্টার্লিং বাংলাদেশের বোলারদের থিতু হতে দেননি। তার আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই ৪৭ রান তুলে ফেলে আয়ারল্যান্ড।
পাওয়ার প্লের শেষে আরও আগ্রাসী হয়ে ওঠেন স্টার্লিং। ইনিংসের মাঝপথেই ফিফটি পেয়ে যান স্টার্লিং। ৩১ বলে ফিফটির পথে ৭ চার ও ২ ছক্কা মেরেছেন আইরিশ ওপেনার। স্টার্লিং ঝড়ে দ্বাদশ ওভারেই এক শ পেরিয়ে যায় সফরকারীরা। জয় থেকে ১৬ রান দূরে ৭৭ রানে আউট হন স্টার্লিং। বাকি রান নিতে কোনো উইকেট হারায়নি আইরিশরা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: