সৌদি আরবের মেয়েরা ফুটবল খেলে, ম্যাচও জেতে
প্রথম নিউজ, ডেস্ক : ইতিহাসই গড়েছেন সৌদি আরবের মেয়েরা। প্রথমবারের মতো ম্যাচ জিতেছেন তারা। রোববার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালদ্বীপে পূর্ব আফ্রিকার দেশ সিসিলসকে হারিয়েছে ২-০ গোলে।
গত মাসেই গঠন করা হয়েছে সৌদি আরব নারী ফুটবল দল। চলতি সপ্তাহে স্বাগতিক মালদ্বীপ ও সিসিলসের বিপক্ষে ম্যাচ খেলতে মালদ্বীপে যায় তারা। সাবেক জার্মান তারকা মোনিকা স্টাবের কোচিংয়ে খেলছে সৌদি নারীরা।
সিসিলসের বিপক্ষে ম্যাচের ১৪তম মিনিটেই তাদের প্রথম এগিয়ে দেন আল বানদারি মুবারাক। এরপর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মরিয়ম আল তামিমি। আগামী ২৪ ফেব্রুয়ারি স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে সৌদি নারীরা।
ম্যাচশেষে সৌদি আরব নারী দলের কোচ জানিয়েছেন, তাদের লক্ষ্য অভিজ্ঞতা অর্জন। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে ফুটবলারদের আন্তর্জাতিক ফুটবল খেলার জন্য যতটুকু অভিজ্ঞতা দরকার, সেটা অর্জন করা। আমাদের স্বপ্ন হচ্ছে ফিফার শ্রেণিভূক্ত হওয়া।’
তাদের এই জয়ে অভিনন্দন জানিয়েছেন ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার পেলে। তিনি লিখেছেন, ‘আমি সৌদি ফুটবল ফেডারেশন ও জাতীয় নারী দলকে তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলায় অভিনন্দন জানাই। আজকের দিনটা শুধু তোমাদের জন্য নয়, পুরো ফুটবল দুনিয়ার জন্যই ঐতিহাসিক।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: