বরিশালে নতুন ২৯০ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১
প্রথম নিউজ, বরিশাল : বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারা বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি আছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মতি ফকির (৭২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেন।
মতি ফকির বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা। শুক্রবার (৬ অক্টোবর) ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হযন। পরে রাতেই তার মৃত্যু হয়।
ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৬ হাজার ৬৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৫ হাজার ৪৬০ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১১৩ জনের। এরমধ্যে বরিশালের দুই হাসপাতালে ৮৩ জন, ভোলা সদর হাসপাতালে আটজন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে ১০ জন, পটুয়াখালীর দুই হাসপাতালে ছয়জন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৯০ রোগী। এরমধ্যে সবচেয়ে বেশি বরিশালে ৯৬ জন, পটুয়াখালীতে ৪৪, পিরোজপুরে ৫৫, ভোলায় ২৮, বরগুনায় ৫৩ ও ভোলায় ১৪ জন রয়েছেন।