পিরোজপুরে আ’লীগ নেতা, সিরাজগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহত
আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ ফারুক হোসেন নিহত হয়েছেন।
প্রথম নিউজ ডেস্ক: প্রতিদিনই সড়কে ঘটছে দুর্ঘটনা। আজও পিরোজপুরের শংকরপাশা ইউনিয়নের কলবাড়ি এলাকায় ট্রাকচাপায় মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ ফারুক হোসেন নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আরও ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন- হানিফ সরদার (৪৫), কিবরিয়া হাওলাদার (৩৫), ভুবন রায়ের ছেলে জগদিশ রায় (২৮) ও নুর ইসলাম (৫০)।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, শুক্রবার রাতে পিরোজপুরগামী একটি ট্রাক কলবাড়ি এলাকায় এসে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এসময় অটোরিকশায় থাকা ফারুক হোসেন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন আরো ৪ জন।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তন্ময় মজুমদার জানান, ৪ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় সিমেন্টবোঝাই কাভার্ডভ্যানের চাপায় আলাউদ্দিন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার (০৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার রয়হাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন নাটোর জেলার সিংড়া উপজেলার তাখরিয়া গ্রামের আমিনের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী জানান, উত্তরবঙ্গ থেকে মোটরসাইকেলযোগে ঢাকায় যাচ্ছিলেন আলাউদ্দিন। তিনি সলঙ্গা থানার রয়হাটি এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়েন। এতে মোটরসাইকেল পাশের খাদে ও আলাউদ্দিন সিমেন্টবোঝাই কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews