প্রথম নিউজ, অনলাইন: সরকারের নির্বাহী আদেশে পাইকারি এবং খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, গণবিরোধী ফ্যাসিবাদী সরকারের এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই। মঙ্গলবার দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এসময় তিনি অবিলম্বে এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। মান্না বলেন, দেশের অর্থনীতির এই মহা সংকটের মধ্যে দফায় দফায় বিদ্যুতের মূল্য বৃদ্ধি সামগ্রিকভাবে দেশকে আরও সংকটের দিকে নিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র ও কুটির শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম বাড়িয়ে প্রায় ৩ গুণ করা হয়েছে। বাড়ানো হয়েছে পাইকারি এবং খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম। ইচ্ছা মতো দাম বাড়ানোর ব্যবস্থা পাকাপোক্ত করতে অবৈধ সংসদের মাধ্যমে অনির্বাচিত সরকার আইন সংশোধন করে নির্বাহী আদেশে দাম বৃদ্ধির ঘোষণা দিচ্ছে।
তিনি বলেন, মাসের ব্যবধানে আজ আবারো বাড়ানো হলো বিদ্যুতের দাম। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধিতে জনজীবনে নাভিশ্বাস উঠছে। এই হারে বিদ্যুৎ এবং গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে পণ্যের উৎপাদন খরচ মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাবে। ফলে স্বাভাবিকভাবেই মূল্যস্ফীতি আরো বাড়বে। খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর চাপ সরাসরি পড়বে জনগণের উপর। এতে জনজীবন আরও বিপর্যস্ত হবে। ডাকসুর সাবেক এই দুইবারের ভিপি বলেন, সরকার এবং সরকারি দলের মদদপুষ্টদের লুটপাটের খেসারত দিচ্ছে সাধারণ জনগণ। রেন্টাল, কুইক রেন্টালের নামে সরকারি দলের মদদপুষ্টদের হাতে জনগণের টাকা তুলে দিয়েছে তারা। আর সেই লুটের টাকার যোগান দিতে ক্ষমতাসীন আওয়ামী স্বৈরাচার সরকারের গত ১৪ বছরের শাসনামলে খুচরা এবং পাইকারি উভয় পর্যায়ে ১১ বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। কিছুদিন আগে বেড়েছে জ্বালানি তেলের দাম। এই সরকার জনগণের কোন তোয়াক্কা করে না। এদের এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই।