‘বিচার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সাংবাদিকতা’

আজ সোমবার বেলা ১১টায় জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ফেনীতে কর্মরত সাংবাদিকদের ব্যানারে এক কর্মসূচি পালন করা হয়।

‘বিচার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সাংবাদিকতা’

প্রথম নিউজ, ফেনী: দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনুকে খবর প্রকাশের জের ধরে হত্যার হুমকির প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে ফেনীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাংবাদিকরা।

আজ সোমবার বেলা ১১টায় জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ফেনীতে কর্মরত সাংবাদিকদের ব্যানারে এক কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, সাগর-রুনি ও নোয়াখালীর মোজাক্কির হত্যার বিচারের অপেক্ষায় আজও প্রহর গুনছেন সাংবাদিকরা। হামলা ও মামলার বিচার না হওয়ায় দেশের চতুর্থ স্তম্ভের এ পেশা দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

তারা বলেন, নোয়াখালী স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. ফজলে এলাহী খাঁনের দুর্নীতির খবর প্রকাশের পর তাকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে তার ব্যাপক দুর্নীতি ও স্বাস্থ্য বিভাগে লুটপাটের বিষয়ে দুদক তার বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে। এ বিষয়ে খবর প্রকাশের পর ডা. ফজলে এলাহী খাঁন জাগো নিউজের নোয়াখালী প্রতিনিধিকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেন। এ ঘটনার তিন দিন অতিবাহিত হলেও দোষীকে আইনের আওতায় না আনায় গণমাধ্যম কর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

সাংবাদিকরা জানান, দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে জনপদের নানা ইতিবাচক খবর প্রকাশ করে নোয়াখালীকে সমৃদ্ধ করেছেন সাংবাদিক ইকবাল হোসেন মজনু। একজন পেশাদার সাংবাদিক হিসেবে দেশের সকল সাংবাদিক আজ এ বিষয়ে ঐক্যবদ্ধ। শিগগিরই দোষীদের আইনের আওতায় না আনা হলে সাংবাদিকরা কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom