বিচারকের সই-সিল জালের অভিযোগে সরাইল ছাত্রলীগ নেতা কারাগারে
প্রথম নিউজ, ব্রাহ্মণবাড়িয়া: আদালতের বিচারক এবং আইনজীবীর স্বাক্ষর ও সিল জাল করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাপ্পীকে (২৯) কারাগারে পাঠানো হয়েছে। চোরাই মোটরসাইকেল বেচাকেনা করতে ওই ছাত্রলীগ নেতা এই জালিয়াতি করেছেন—এমন অভিযোগে মামলা করেন এক আইনজীবী। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গতকাল সোমবার রাতে সরাইল থেকে তাকে গ্রেপ্তার করে। ব্রাহ্মণবাড়িয়া সিআইডির পুলিশ সুপার শাহরিয়ার রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সরাইল এলাকার মোখলেছুর রহমানের ছেলে ও সরাইল উপজেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাপ্পীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।'
মামলার বাদী আইনজীবী ইশতিয়াক আহমেদ বলেন, 'গত ৪ মাস আগে মোটরসাইকেল বিক্রির অ্যাফিডেভিটের কপি হাতে আসে। এতে যে সইটি ব্যবহার করা হয়েছে তা আমি করিনি। পরে খোঁজ নিয়ে জানতে পারি ওই অ্যাফিডেভিটে থাকা ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এক বিচারকের সইও জাল।' 'অ্যাফিডেভিটে সাক্ষী হিসেবে ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ বাপ্পীর নাম ও সই আছে' উল্লেখ করে তিনি আরও বলেন, 'এরপর এ ঘটনায় আদালতে মামলা করি। পরে আদালত সিআইডিকে মামলা তদন্তের দায়িত্ব দেন।'
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, 'ইশতিয়াক আহমেদ বাপ্পীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা তদন্ত করতে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে কমিটি করা হবে। জালিয়াতির সঙ্গে যদি তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।'
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews