বিএসটিএমপিআইএর নির্বাচন অনুষ্ঠিত
প্রথম নিউজ, ঢাকা : বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিএসটিএমপিআইএ) ২০২০-২২ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আজিজুল হক প্রেসিডেন্ট ও মো. ফরহাদ হোসেন সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এ ছাড়া আবু সাইদ মিয়া, শেখ আব্দুল হাকিম, হামিদুল হক খোকন ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হন। রোববার (১৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, রোবরার ১৪ নভেম্বর নির্বাচনের মনোনায়ন জমা দেওয়ার শেষদিন ছিল। এসব পদে কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীদের জয়ী ঘোষণা করা হয়। এর আগে ৬ নভেম্বর নির্বাচনের মাধ্যমে ২৫ জন পরিচালক নির্ধারণ হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: