বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি
প্রথম নিউজ, ঢাকা: অসুস্থ হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আজ বৃহস্পতিবার তার স্ত্রী কান্তা ইসলাম বলেন, গত কয়েকদিন ধরেই উনি অসুস্থ রোধ করছিলেন। আজকে ভোরে প্রেসসার (উচ্চ রক্তচাপ) ফল করায় এবং হার্ট বিড বেশি হওয়ায় উনাকে হাসপাতালে ভর্তি করা করা হয়েছে। এখন উনি ডাক্তারদের পর্যবেক্ষেনে আছেন।
নজরুল ইসলাম খান ইউনাইটেড হাসপাতালের ‘এইচডিইউ’তে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষন হৃদরোগ বিশেষজ্ঞ মমিন উজ্জামান তত্ত্বাবধায়নে চিকিতসাধীন আছেন। তার আশু আরোগ্য কামনায় দেশবাসী ও দলীয় নেতা-কর্মীদের কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী কান্তা ইসলাম।