বিএনপি-জামায়াতের সকাল-সন্ধ্যা অবরোধ চলছে
প্রথম নিউজ ঢাকা: দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ একদফা দাবি ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিরোধীদল জোটের সকাল-সন্ধ্যা অবরোধ চলছে। ১২ ঘণ্টার অবরোধ আজ রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যায় ৬টা পর্যন্ত চলবে।
বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীসহ দেশব্যাপী বিএনপির লিফলেট বিতরণ করেছে দলটির নেতাকর্মীরা। বিএনপির তিন দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি গত বৃহস্পতিবার শুরু হয়ে শনিবারের মধ্য দিয়ে শেষ হয়।
অবরোধের আগের রাতে রাজধানীর গুলিস্থান, কলাবাগান ও মিরপুর এলাকায় তিনটি বাসে আগুন দেয়া হয়েছে বলে জানা গেছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অসহযোগ আন্দোলনের মাধ্যমেই অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। তিনি বলেন, দেশের জনগণ তামাশার ডামি নির্বাচন হতে দেব না। তীব্র আন্দোলনের মাধ্যমে একতরফা নির্বাচন প্রতিরোধ করবে। আজ সকাল ৭টায় কুমিল্লার চান্দিনায় গোবিন্দপুর বাসস্ট্যান্ডে অবরোধের সমর্থনে মিছিল ও পিকেটিংশেষে তিনি এসব কথা বলেন। সরকারের পদত্যাগের একদফা দাবিসহ ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আজ দেশব্যাপি সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসুচি চলছে। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া প্রমুখ।