ফোন হারিয়ে পরীমণির দুয়ারে শরিফুল রাজ
প্রথম নিউজ, ডেস্ক : দাম্পত্যজীবনের টানাপোড়েন চলছে, তাতে কী? বিপদে পড়লে সর্বপ্রথম আপনজনদের কথাই মনে পড়ে। যেমনটা ঘটল চিত্রনায়ক শরিফুল রাজের বেলাতেও। কলকাতায় গিয়ে ফোন হারিয়ে পড়েছেন বিপাকে। বাধ্য হয়ে অন্যের ফোন থেকে যোগাযোগ করেন স্ত্রী পরীমণির সঙ্গে।
কলকাতার নন্দনে শুরু হয়েছে পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। এতে ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘লাল শাড়ি’, ‘গেরিলা’, ‘দামাল’, ‘পরাণ’সহ উৎসবে মোট ২৩টি ছবি দেখানো হবে। সেই উপলক্ষ্যে ওপার বাংলায় উড়ে গেছেন এপারের অনেক অভিনয়শিল্পীই। তাদের মধ্যে আছেন শরিফুল রাজও।
শনিবার (২৯ জুলাই) রাতে সিনেমা দেখতে গিয়েছিলেন রাজ। এদিন তার সঙ্গে থাকা মুঠোফোনটি হারিয়ে ফেলেন। চারদিকে হন্যে হয়ে খুঁজেও মেলেনি ফোনের সন্ধান। পরে সহকারীর ফোন থেকে স্ত্রী পরীমণির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন অভিনেতা।
সত্যতা জানতে কলকাতার একটি সংবাদমাধ্যম থেকে যোগাযোগ করা হয় পরীমণির সঙ্গে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পরী জানান, ফোন হারিয়ে যাওয়ার পর রাজ অন্যের ফোন থেকে তাকে মেসেজ করেছিলেন। তিনি বলেন, ‘সব সময় ওর আমাকে মনে পড়ে না। তবে প্রয়োজন হলে তখন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে।’
শনিবার কলকাতার বেশ কিছু সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে স্ত্রী-সন্তানকে মিস করার কথা জানান শরিফুল রাজ। ছেলে রাজ্যর বড় হয়ে ওঠা চোখের সামনে দেখতে পারছেন না বলেও আফসোস করেন। এ প্রসঙ্গে পরীমণি বলেন, “অনেক জায়গায় এই ‘ভালবাসি’ কথাটি শুনেছি। তবে মুখে ভালবাসি বললে তো আর হবে না! কাজেও দেখাতে হবে। আমি আর কিছু বলতেই চাই না।”
আগামী ১০ আগস্ট পরীমণির ছেলে রাজ্যর এক বছর পূর্ণ হবে। আপাতত ছেলের জন্মদিনের পরিকল্পনা নিয়েই ব্যস্ত অভিনেত্রী। জানা গেছে, ছেলের জন্মদিনের পরেই কলকাতায় উড়াল দেবেন তিনি। শিগগির পরীমণিকে দেখা যাবে টলিউডের ছবিতে।