ছেলের জন্মদিনে স্বপ্নের কথা বললেন রাজীব
প্রথম নিউজ, ডেস্ক : এই প্রজন্মের শিল্পীদের মধ্যে শ্রোতা-দর্শকের কাছে রাজীবের এক অন্যরকম গ্রহণযোগ্যতা রয়েছে। স্টেজ শোতেও রয়েছে রাজীবের বেশ চাহিদা। টিভি শো, বেতারের গানেও রাজীব অনবদ্য।
যে কারণে তার সমসাময়িক অন্য শিল্পীদের চেয়ে বছরজুড়ে তাকে ভীষণ ব্যস্ত থাকতে হয়। এমনকি রাজীবের ছেলে ওয়াসির জন্মদিনেও তাকে স্টেজ শোতে ব্যস্ত থাকতে হচ্ছে। ১৬ মার্চ রাজীব বগুড়া সেনানিবাসে সঙ্গীত পরিবেশন করবেন।
রাজীব জানান, সেখান থেকে ফিরে এসে তিনি তার স্ত্রী শারমিন জাহান শিমুকে সঙ্গে নিয়ে ওয়াসির জন্মদিনের কেক কাটবেন। শিমুর সঙ্গে রাজীবের বিয়ে হয় ২০০৭ সালের ১৭ অক্টোবর। ২০১১ সালের ১৬ মার্চ তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় মাহির আল ওয়াসি।
ওয়াসিকে নিয়ে রাজীবের কী স্বপ্ন? জবাবে রাজীব বলেন, ওয়াসি এই মুহুর্তে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজে পঞ্চম শ্রেণিতে পড়ছে। একমাত্র ছেলেকে যে শিক্ষাটা সবচেয়ে জরুরি শেখানো বলে মনে করছি, তা হলো একজন ভালো মানুষ হওয়াটা। তাকে একজন ভালো মানুষ হিসেবে দেখারই স্বপ্ন আমার আর শিমুর। বাকিটা তারই ওপর নির্ভর করছে। সে যা হতে চায়, তাই হবে। আমি তার পাশে থেকে বাবা হিসেবে দায়িত্ব যথাযথভাবে পালন করে যাব ইনশাআল্লাহ। আর আমার ছেলের জন্মদিনে সবাই দোয়া করবেন, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে। মানুষের মতো মানুষ হতে পারে।
রাজীব এরই মধ্যে বাংলাদেশ টেলিভিশনের জন্য বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ‘সোনার বাংলাদেশ’গানটি গেয়েছেন। এটি লিখেছেন আসিফ ইকবাল, সুর সঙ্গীত করেছেন শওকত আলী ইমন। গত ১২ মার্চ রাজীব বুয়েটে স্টেজ শোতে পারফর্ম করেন। রাজীব এরই মধ্যে বেতারেও একটি গান গেয়েছেন। গানের কথা লিখেছেন সুমন সরদার, সুর করেছেন শাহীন সরদার।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews