কালকিনিতে ভাইকে গলাকেটে হত্যা, ছোট ভাইসহ গ্রেপ্তার ৪
প্রথম নিউজ, মাদারীপুর : মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে কবির হাওলাদার (৬০) নামে এক কৃষককে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে ছোট ভাই। এ ঘটনায় প্রধান আসামি এইচ এম সবুরসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত কবির হাওলাদার পৌরএলাকার দক্ষিণ জনারদন্ধি গ্রামের আলতাজউদ্দিন হাওলাদারের মেঝ ছেলে।
রোববার (৩০ জুলাই) দুপুরে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটককৃতরা হলো, এইচ এম সবুর হাওলাদার (৪৫), আসলিম হাওলাদার (২২), আসলাম হাওলাদার (২০) ও তার স্ত্রী লিপি বেগম (৪০)।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কৃষক কবির হাওলাদারের সঙ্গে তার ছোট ভাই মাদারীপুর এইচ এম সবুরের সঙ্গে বেশ কিছুদিন ধরে বাড়ির জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। শনিবার সন্ধ্যায় ওই জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এইচ এম সবুর ক্ষিপ্ত হয়ে তার দলের কয়েকজন লোক নিয়ে সন্ধ্যায় বড় ভাইকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষতবিক্ষত করে এবং গলাকেটে মাটিতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় কবির হাওলাদারকে কালকিনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত কবিরের ছেলে ফরিদ হাওলাদার বাদি হয়ে সবুরসহ ৪ জনকে আসামি করে কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ অভিযান চালিয়ে রোববার ভোরে প্রধান আসামি এইচ এম সবুর, আসলিম হাওলাদার, আসলাম হাওলাদার ও লিপি বেগমকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেন।
নিহতের ছেলে ফরিদ হাওলাদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বাবার হত্যাকারী সবুরসহ সকলের ফাঁসি চাই।
পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান আনিস বলেন, সবুর পেশায় একজন কোর্টের মোহরী। তিনি তার আপন ভাই কবিরকে প্রকাশ্যে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। আসামিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাই।
এ বিষয় জানতে চাইলে কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছি। আমরা দ্রুত অভিযান পরিচালনা করে মূলহোতা সবুরসহ ৪ জনকে গ্রেপ্তার করেছি। তাদেরকে আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হবে।