ফেনীর পরশুরামে ১৪৪ ধারা
ফেনীর পরশুরাম উপজেলায় বিএনপি ও ছাত্রলীগ একইস্থানে সমাবেশ ডাকায় মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সোমবার (২২ আগস্ট) দিনগত রাতে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
প্রথম নিউজ, ফেনী: ফেনীর পরশুরাম উপজেলায় বিএনপি ও ছাত্রলীগ একইস্থানে সমাবেশ ডাকায় মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সোমবার (২২ আগস্ট) দিনগত রাতে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৯টায় একইস্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে উপজেলা বিএনপি ও উপজেলা ছাত্রলীগ। যে কর্মসূচিতে উভয় দলের জেলা, উপজেলাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা ছিল। এর আগে রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক সময় সংবাদকে জানান, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে উপজেলা বিএনপি মঙ্গলবার সকাল ৯টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি দেয়া হয়েছে।
অপর দিকে, একইস্থানে বাজারের স্টেশন রোডে কর্মসূচি ঘোষণা করে উপজেলা ছাত্রলীগ। একই সময়ে একই স্থানে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে তারা।
পরশুরাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম শফিকুল হোসেন মহিম জানান, মঙ্গলবার সকাল ৯টায় পরশুরাম বাজার স্টেশন রোডে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে একইস্থানে উপজেলা বিএনপি ও ছাত্রলীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews