পয়েন্ট হারিয়ে শীর্ষস্থানও হারাল রিয়াল মাদ্রিদ

পয়েন্ট হারিয়ে শীর্ষস্থানও হারাল রিয়াল মাদ্রিদ

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: একবার হারের ফলে শীর্ষস্থান হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। পরে তা উদ্ধারও করেছিল। রোববার রাতে আবার পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠের খেলায় রায়ো ভায়েকানোর কাছে পয়েন্ট হারিয়েছে। গোল শূন্য ড্র হয়েছে। এতেই আবার শীর্ষস্থান হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

রিয়াল মাদ্রিদের এই পয়েন্ট হারানোর সুযোগ নিয়ে জিরোনা শীর্ষে স্থায়ী আসন গেড়েছে। ১২ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। রিয়াল মাদ্রিদের সংগ্রহ ২৯। আর তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ২৭।

দুর্ভাগ্য বলতে হবে রিয়াল মাদ্রিদের। একের পর এক আক্রমণ রচনা করেছে। একের পর এক প্রতিপক্ষের জাল লক্ষ্য করে শট নিয়েছে। কিন্তু সেই কাঙ্খিত গোলের দেখা পায়নি তারা। একে একে ২২টি শট নিয়েছে রিয়াল মাদ্রিদ। কিন্তু গোল হয়নি। এই প্রথম রিয়াল মাদ্রিদ এবারের লিগে কোনো গোল করতে ব্যর্থ হলো।

গোল ব্যর্থতায় অবশ্য রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি তেমন একটা উদ্বিগ্ন নন। তিনি বলেন, গোল হয়নি বলে আমি উদ্বিগ্ন নই। আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি। কিন্তু কাজ হয়নি। এমনটা হতেই পারে। তবে আসল কথা হচ্ছে আমাদের চেষ্টাগুলো ভালো ছিল, আমরা অনেক সুযোগ পেয়েছি। খেলার ফলাফলে আমি হতাশ, তবে ম্যাচটি দারুণ ছিল।

ম্যাচে একবার ভিনিসিয়াস জুনিয়র গোল উৎসব করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তার উৎসব স্থায়ী হয়নি। রেফারি অফসাইডের কারণে তা বাতিল করে দেন।