অবরোধবিরোধী অবস্থানে আওয়ামী লীগ

সোমবার (৬ নভেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাদের অবস্থান করতে দেখা গেছে।

অবরোধবিরোধী অবস্থানে আওয়ামী লীগ

প্রথম নিউজ, ঢাকা: বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের শেষদিনেও বঙ্গবন্ধু অ্যাভিনিউসহ পাড়া-মহল্লায় সতর্ক অবস্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সোমবার (৬ নভেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাদের অবস্থান করতে দেখা গেছে।

এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনসহ নগর নেতাদের উপস্থিতি দেখা গেছে।

দলটির নেতাদের দাবি, তারা পাড়া-মহল্লায় সতর্ক অবস্থান নিয়েছেন। তাদের প্রতিটি ইউনিট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সজাগ ও সতর্ক অবস্থানে আছে। যে কোনো বিশৃঙ্খলা বা অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত।

এর আগে সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার একদফা দাবিতে দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। যা রোববার সকাল ৬টা থেকে শুরু হয়েছে। শেষ হবে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত।