প্রধানমন্ত্রীর আশ্বাসে বিশ্বাস নেই : ড. মোশাররফ
নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, শেখ হাসিনা যে আশ্বাস দিয়েছেন, তাতে জনগণের ‘কোনো আস্থা নেই’।
প্রথম নিউজ, অনলাইন: বর্তমান সরকারের ৪ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচন নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তার বক্তব্যে বলেন- আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, শেখ হাসিনা যে আশ্বাস দিয়েছেন, তাতে জনগণের ‘কোনো আস্থা নেই’। প্রধানমন্ত্রীর আশ্বাস দেশের কোনো মানুষ বিশ্বাস করে না। গতকাল নয়া পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ড. মোশাররফ বলেন, শুক্রবার প্রধানমন্ত্রী বলেছেন যে ‘আগামী নির্বাচন সুষ্ঠু হবে’, উনি আশ্বাস দিতে চান। আমরা বলতে চাই, আমরা তো একটা নয়, দুইটা নির্বাচন দেখেছি। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন কেমন হয়েছে দেখেছি। দেশের মানুষ দেখেছে।
এই প্রধানমন্ত্রী যিনি একটা বয়কট ভোটের প্রধানমন্ত্রী, আরেকটা হলো নিশিরাতের ভোট ডাকাতির প্রধানমন্ত্রী। উনি আগামী নির্বাচন সম্বন্ধে যা বলেছেন, তা শুধু আমরা কেন, এদেশের কোনো জনসাধারণ মানুষ কেউ বিশ্বাস করে না। তিনি বলেন, ২০১৪ সালে নির্বাচন এদেশের মানুষ বয়কট করেছিল। ১৫১টা আসন যেখানে সংখ্যাগরিষ্ঠতা লাগে সরকার গঠন করার জন্য, সেই সংখ্যাগরিষ্ঠ ১৫৩টা আসন বয়কট হয়েছিল। জনগণ ভোট দেয়নি, প্রার্থীও কেউ দাঁড়ায়নি আওয়ামী লীগ ছাড়া। সেখানে বয়কট জয়লাভ করেছিল। সেটাতে গায়ের জোরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকেছে। তারপরে ২০১৮ সালের নির্বাচন শুধু আমরা না। আজ আন্তর্জাতিকভাবেও স্বীকৃত যে দিনের ভোট রাতে ডাকাতি হয়েছে। জাপানের রাষ্ট্রদূত নিজে তা বলেছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews