প্রাইভেটকারে চার হাজার পিস ইয়াবা, ট্রাকে ৫৬ কেজি গাঁজা

গাঁজাসহ আটকরা হলেন- বগুড়া জেলার গোদারপাড়া গ্রামের লোকমানের ছেলে আজিজুল (২৬) ও মো. বুলবুলের ছেলে মিজানুর রহমান মিজান (২৪)।

প্রাইভেটকারে চার হাজার পিস ইয়াবা, ট্রাকে ৫৬ কেজি গাঁজা

প্রথম নিউজ, ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর ও মোহাম্মদ আলী বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকারে ইয়াবা ও ট্রাকে গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

গাঁজাসহ আটকরা হলেন- বগুড়া জেলার গোদারপাড়া গ্রামের লোকমানের ছেলে আজিজুল (২৬) ও মো. বুলবুলের ছেলে মিজানুর রহমান মিজান (২৪)। ইয়াবাসহ আটকরা হলেন- নরসিংদী জেলার শিবপুর থানার দত্তের গাঁও ভিটিপাড়া এলাকার আবুল কালাম খন্দকারের ছেলে জুয়েল খন্দকার (২০) ও মৃত মঙ্গল খানের ছেলে মনির খান (২৩)।

সোমবার (২১ নভেম্বর) সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক ও প্রাইভেটকার জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৯ লাখ ৭৬ হাজার টাকা ও গাঁজার মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা।

র‌্যাব জানায়, প্রাইভেটকারে ইয়াবা বহন করে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়ার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল মোহাম্মদ আলী বাজারের এস রহমান ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে। চেকপোস্টের দিকে আসা একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক হলে থামানোর সংকেত দেওয়া হয়। প্রাইভেটকারটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে দুজনকে আটক করা হয়। তাদের কাছ চার হাজার ৯৪০ পিস ইয়াবা উদ্ধার ও প্রাইভেটকারটি জব্দ করা হয়।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টার দিকে র‌্যাবের একটি দল মহাসড়কের ফতেহপুর এলাকার স্টার লাইন সিএনজি ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে। র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক হলে র‌্যাব সদস্যরা ট্রাকটিকে থামার সংকেত দেয়। ট্রাকটি না থামিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে দুজনকে আটক করা হয়। ট্রাকের পিছন থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় থাকা ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ফেনীস্থ র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জুনায়েদ জাহেদী জানান, আটকরা দীর্ঘদিন পরস্পর যোগসাজশে মাদক বেচাকেনা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom