পাকিস্তানে আবাসিক ভবন ধস, নিহত বেড়ে ১০

প্রথম নিউজ, অনলাইন: পাকিস্তানের করাচির লিয়ারি এলাকায় শুক্রবার একটি পাঁচতলা ভবন ধসের ঘটনায় নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ সময় ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে শহীদ মোতরমা বেনজির ভুট্টো ইনস্টিটিউট অব ট্রমা (এসএমবিবিআইটি)।
ডনের খবরে বলা হয়, করাচির সিভিল হাসপাতালের তথ্যানুযায়ী, ৯টি মরদেহ হাসপাতালে আনা হয় এবং একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দও একই সংখ্যক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।