পাকিস্তানের জালে প্রথমার্ধেই বাংলাদেশের চার গোল

সাফ নারী চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ

 পাকিস্তানের জালে প্রথমার্ধেই বাংলাদেশের চার গোল
 পাকিস্তানের জালে প্রথমার্ধেই বাংলাদেশের চার গোল-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : সাফ নারী চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ প্রথমার্ধেই পাকিস্তানের বিপক্ষে ৪-০ গোলে এগিয়ে আছে। 

ম্যাচের তিন মিনিটেই বাংলাদেশকে লিড এনে দেন মনিকা চাকমা। এক গোলে পিছিয়ে পড়ে পাকিস্তান খেলায় ফেরার চেষ্টা করে। নিজেরা গোল করতে সক্ষম না হলেও বাংলাদেশকে আর ব্যবধান বাড়াতে দেয়নি পরবর্তী ২৫ মিনিটে। তবে এরপর পাকিস্তান আর বাংলাদেশকে রুখতে পারেনি। সিরাত জাহান স্বপ্না দারুণভাবে বক্সের মধ্যে থেকে শট করে গোল করেন। 

স্বপ্নার এই গোলের পর বাংলাদেশ আরো চেপে ধরে পাকিস্তানকে। বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন পরের দশ মিনিটের মধ্যে জোড়া গোল করেন। দুটি গোলই তিনি বুদ্ধিদীপ্ততার সঙ্গে করেছেন। বক্সের মধ্যে বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষককে বোকা বানিয়েছেন। 

পাকিস্তান কয়েক বছর ফিফার নিষেধাজ্ঞায় ছিল। সাফের এই টুর্নামেন্ট দিয়েই পাকিস্তান নিষেধাজ্ঞা থেকে ফিরেছে। প্রথম ম্যাচে তারা ভারতের বিপক্ষে ৩ গোলে হেরেছিল। আজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমার্ধেই ৪ গোলে পিছিয়ে। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom